রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ০৯:৪৭, ৪ ডিসেম্বর ২০২১

সুবর্ণজয়ন্তীর কুচকাওয়াজে অংশ নেবে ৮ দেশের বাহিনী

সুবর্ণজয়ন্তীর কুচকাওয়াজে অংশ নেবে ৮ দেশের বাহিনী

ফাইল ছবি


বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কুচকাওয়াজ। কুচকাওয়াজে বাংলাদেশসহ এতে অংশ নেবে ভারত, নেপাল, ভুটান, মেক্সিকোসহ ৮ টি দেশের সেনাবাহিনী।

সারা দেশের মানুষকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মহাবিজয়ের মহানায়ক নামে দুই দিনের কর্মসূচিতে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান।

বিজয়ের সুবর্ণজয়ন্তী পালনের মাহেন্দ্রক্ষণের দ্বারপ্রান্তে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় বছরব্যাপী পালনের জন্য সরকারি পর্যায়ে ৫০টি কর্মসূচি হাতে নেয়া হয় গত আগস্টে।

বিজয়ের মাসের সব আয়োজন থাকছে ঐতিহাসিক ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে। এদিনের গৌরবগাঁথা স্মরণে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মেক্সিকোসহ ৭টি দেশের কন্টিনজেন্ট আসবে আন্তর্জাতিক কুচকাওয়াজে যোগ দিতে। যা হবে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মহাবিজয়ের মহানায়ক নামে দুই দিনের কর্মসূচি শুরু হবে মহান বিজয় দিবসে। যা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায়।

এই আয়োজনের শুরুতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের বিভিন্ন শেণি-পেশার মানুষকে শপথবাক্য পাঠ করাবেন। যা জাতীয় গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে।

রাজধানীতে নির্ধারিত এ দুটি কর্মসূচির সফল বাস্তবায়নের সব প্রস্তুতি চলছে জোড়েসোরে। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থাও রাখা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়