রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৪৪, ২৩ জুন ২০২২

বন্যার্তদের ত্রাণ সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বন্যার্তদের ত্রাণ সহায়তায় আড়াই লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

দেশে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও জনগোষ্ঠীর জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ২ দশমিক ৩ কোটি টাকার (আড়াই লাখ ডলার) তহবিলের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এ তহবিল প্রদান করা হবে। বুধবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলের বহু এলাকা রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বিপর্যয়কর বন্যা মোকাবিলা করছে। গত ১২০ বছরের বেশি সময়েও দেশটিতে এ ধরনের পরিস্থিতি দেখা যায়নি।

এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবার ও জনগোষ্ঠীর মধ্যে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ইউএসএআইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র ২ দশমিক ৩ কোটি টাকা জরুরি তহবিল প্রদান করছে।

জনপ্রিয়