রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: বাসস

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার এক শোক বার্তায় নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সরকার প্রধান।

উল্লেখ্য, রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া ৭০-৮০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে যায়। এতে ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ শিশু, ৪ পুরুষ ও ১২ নারী রয়েছেন। তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

এছাড়া ঐ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ও ফায়ার সার্ভিস।

এদিকে নৌকাডুবির ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অথৈ আদিত্যকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পঞ্চগড় জেলা প্রশাসন। এছাড়া মৃত ২৪ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসায় যাবতীয় ব্যয়ভার বহন করবে জেলা প্রশাসন।

জনপ্রিয়