রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:২০, ২৪ মার্চ ২০২৩

সোশ্যাল মিডিয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফেসবুকসহ কোনো সোশ্যাল মিডিয়ায় যেন সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্তিযুদ্ধের বিপক্ষে অপপ্রচার, গুজব, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত না হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার নিজ দফতরে ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশীদ দিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, জুয়ার বিজ্ঞাপন প্রচারের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ সময় মোস্তাফা জব্বার ২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বার্সেলোনায় প্রথম বৈঠকের ধারাবাহিকতায় গত ৫ বছরে সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত সোস্যাল মিডিয়া দৈনন্দিন জীবনের অংশ। জাতীয় সংবাদ মাধ্যমে সম্পাদিত সংবাদ প্রকাশিত হয় কিন্তু সোস্যাল মিডিয়ায় যে যার মতো করে স্ট্যাটাস প্রকাশ করে থাকেন। যা ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে সামাজিক ও সাম্প্রদায়িক উসকানিও হতে পারে, দেশ ও জাতির জন্য ক্ষতি বয়ে আনতে পারে।

দেশ ও জাতিকে নিরাপদ রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, এটি একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ফেসবুক কর্তৃপক্ষকে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।