রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:২৩, ২ সেপ্টেম্বর ২০২১

ভারতের উপহারের অক্সিজেন প্ল্যান্ট চট্টগ্রাম বন্দরে

ভারতের উপহারের অক্সিজেন প্ল্যান্ট চট্টগ্রাম বন্দরে

জাহাজটির কমান্ডার এন রবি সিংকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে


দুটি ৯৬০ এলপিএম মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট (এমওপি) ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাবিত্রী’ চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় জাহাজটি বন্দরের এনসিটি ৫ নম্বর জেটিতে এসে পৌঁছায়।

বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকা মেডিকেল কলেজের জন্য এগুলো উপহার হিসেবে আনা হয়েছে।

এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে জাহাজটিকে স্বাগত জানান চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মইন। জাহাজটির কমান্ডার এন রবি সিংকে ফুল দিয়ে বরণ করে নেন তিনি।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে বিএনএস পতেঙ্গার নেভি হাসপাতালের কমান্ডিং অফিসার কমান্ডার এম মাহবুবুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির অক্সিজেন প্ল্যান্টের কাগজপত্র গ্রহণ করেন।

এর আগে, ৩০ আগস্ট অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে আইএনএস সাবিত্রী।

আলোকিত রাঙামাটি