রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৩:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২১

বৃষ্টিতে ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল

বৃষ্টিতে ডুবল চট্টগ্রামের নিম্নাঞ্চল

জলাবদ্ধতা


শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা। দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।

সরেজমিনে দেখা গেছে, জিইসি মোড়, দুই নম্বর গেট, বহদ্দারহাট, বাকলিয়া, কাপাসগোলা, চকবাজার, ডিসি রোড, নয়া বাজার, হালিশহর ও আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। কিছু কিছু এলাকায় মানুষের বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে।

অফিসগামী জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এ আর নতুন কিছু নয়। জলাবদ্ধতায় অফিসসহ জরুরি কাজে বের হওয়া মানুষের দুর্ভোগ বেড়ে যায়। গাড়ি ভাড়া বেড়ে যায় দুই থেকে তিন গুণ। সব মিলিয়ে ভোগান্তির শেষ নেই।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত হচ্ছে। যা আজ দিনভর অব্যাহত থাকবে।

আলোকিত রাঙামাটি