রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৯:৫৫, ১৮ নভেম্বর ২০২১

‘শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নতুন শিক্ষাক্রমের কথা ভাবছে সরকার’

‘শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নতুন শিক্ষাক্রমের কথা ভাবছে সরকার’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী এমপি


করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন শিক্ষাক্রমের রূপ রেখা তৈরির কথা ভাবছে সরকার। ধাপে ধাপে সিলেবাস তৈরি করে তা কার্যকর করা হবে। এসএসসি পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী এমপি।

নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্বিবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে উপমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ সহ সমস্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুব্রত কুমার আদিত্য, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ