রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৪৭, ২৫ জানুয়ারি ২০২২

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ করে বসিলার লাউতলা খালখনন শুরু

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ করে বসিলার লাউতলা খালখনন শুরু

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার লাউতলা খাল দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে অবৈধভাবে গড়ে তোলা ট্রাক টার্মিনাল উচ্ছেদ করে খালখনন কাজ শুরু করা হয়েছে। আজ সোমবার সকালে এ অভিযান চালানো হয়।

লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও খননের কাজ চলাকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, নগরীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে হলে খালগুলো উদ্ধার করতেই হবে। লাউতলা খালটি উদ্ধারের পর খনন করে বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত করে এতে পানি প্রবাহের সৃষ্টি করা হবে। নগরীর প্রত্যেকটি খালই মানচিত্র অনুযায়ী উদ্ধার করা হবে বলে উল্লেখ করেন তিনি।মেয়র আতিকুল বলেন, যারা অবৈধভাবে খালের জায়গা দখলের পর ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন তাদের স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে হবে, অন্যথায় বিনা নোটিশেই অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

ডিএনসিসি মেয়র বলেন, খালগুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের আগে যারা দায়িত্বে ছিলেন তাদের অবহেলার কারণেই দখল ও দূষণে নাজুক অবস্থায় উপনীত হয়েছে।

অভিযান চলাকালে তিনি বসিলাতে স্থাপিত তার ভ্রাম্যমাণ অফিসে জরুরি ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় অন্যান্য দাপ্তরিক কাজ সম্পাদন করেন।

মেয়রের উপস্থিতিতেই এক্সেভেটর ও বুলডোজার দিয়ে লাউতলা খালের অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়