রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২২

টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী আটক
​​​​​​​আটককৃত তিন রোহিঙ্গা সন্ত্রাসী

কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উনচিপ্রাং ২২ ক্যাম্প এলাকার দিল মোহাম্মদের ছেলে ২৬ বছর বয়সী শফিক, কালা মিয়ার ছেলে ২৭ বছরের আমান উল্লাহ ও সৈয়দুল ইসলামের ছেলে ৫১ বছরের জামাল আহমেদ।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২ ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। টের পেয়ে পালানোর সময় ঐ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশীয় এলজি ও ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তারিকুল ইসলাম আরো জানান, আটককৃতরা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।