রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ২২:৩০, ১৪ এপ্রিল ২০২২

ফরিদপুর থেকে হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

ফরিদপুর থেকে হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

ইয়ামিন খান (৩৩) নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার ফরিদপুরের মধুখালীর আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয় বলে সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এটিইউ জানায়, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ইয়ামিন ২০০৯ সাল থেকে হিযবুত তাহরীর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

“এ বছরের ১৮ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে 'হিযবুত তাহরীর মিডিয়া কার্যালয় উলাইয়া বাংলাদেশ’ এর যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনের লাইভ ইয়ামিন তার ফেইসবুক আইডি থেকে শেয়ার করেছিল এবং সংগঠনের গোপন গ্রুপের সকল সদস্যকে লাইভটি শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করেছিল।”

তিনি ফেইসবুক আইডি থেকে উগ্রবাদী মতাদর্শ, রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টে লাইক, শেয়ার ও কমেন্ট করে উগ্রবাদী কার্যক্রমে উৎসাহ দিয়ে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইয়ামিন খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।