রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ২২:৩৩, ১৪ এপ্রিল ২০২২

টেকনাফে মানব পাচারকারী চক্রের তিন রোহিঙ্গা সদস্য আটক

টেকনাফে মানব পাচারকারী চক্রের তিন রোহিঙ্গা সদস্য আটক
আটককৃত ৩ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে বুধবার মানব পাচারকারী চক্রের তিন রোহিঙ্গা সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ভুক্তভোগী এক নারীকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের আবুল কাসেমের ছেলে ইমাম হোসেন, সৈয়দ হোসেনের ছেলে দিল মোহাম্মদ, ডি-ব্লকের ইমাম হোসনের মেয়ে মাহমুদা। ভুক্তভোগী ফাতেমা বেগম রামু উপজেলার আদর্শ গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

১৬ এপিবিএন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শালবাগান ২৬নং ক্যাম্পের ভেতরে নিয়মিত টহলের সময় সন্দেহজনক আচরণ করায় তিনজনকে আটক করে এপিবিএন। তিনজনই মানব পাচারকারী চক্রের সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা জানান- ভুক্তভোগী ফাতেমা বেগমকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে কৌশলে রামু থেকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসপি তারিকুল ইসলাম।