রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১৩, ২ আগস্ট ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবার পাচ্ছেন ১০ হাজার করে টাকা

সরকারের পক্ষ থেকে দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে

বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবার পাচ্ছেন ১০ হাজার করে টাকা
বানিয়াচংয়ে অনুদানের চেক বিতরণ করছেন জেলা প্রশাসক ইশরাত জাহান

হবিগঞ্জ জেলার ৭টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের ঘর মেরামতের জন্য সরকারের পক্ষ থেকে দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হবিগঞ্জের জেলা প্রশাসককে এই বরাদ্দ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক ৭টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বরাদ্দ দিয়েছেন। ইউনিয়নভিত্তিক অগ্রাধিকার তালিকা করে উপকারভোগী প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত ঘরের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ বিতরণ করে এর ছবি সংরক্ষণ করতে হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী হবিগঞ্জের লাখাই উপজেলায় ২৫০টি পরিবারকে ২৫ লাখ, আজমিরীগঞ্জে ৩০০ পরিবারকে ৩০ লাখ, নবীগঞ্জে ৩৫০ পরিবারে ৩৫ লাখ, বানিয়াচংয়ে ৪৫০ পরিবারে ৪৫ লাখ, মাধবপুর, হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলায় ১৫০ পরিবারে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলার বানিয়াচং ও লাখাই উপজেলার বিভিন্ন স্থানে এ সহায়তা বিতরণের খবর পাওয়া গিয়েছে। সংসদ সদস্য মো. আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহান এ দুই উপজেলায় সহায়তা বিতরণ করেন।

জনপ্রিয়