রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেষ্ক:-

প্রকাশিত: ১৮:৪৬, ২১ মার্চ ২০১৯

দেশ শিল্পায়নের দিকে এগোচ্ছে: আমু

দেশ শিল্পায়নের দিকে এগোচ্ছে: আমু

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশ দ্রুত শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অনেক দক্ষ কারিগর প্রয়োজন। এজন্য ছেলেমেয়েদের কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠিতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রি-ভোকেশনাল একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।

আমু বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে দেশে যতো শিক্ষিত, সে দেশ ততো উন্নত। এজন্য বর্তমান সরকার শিক্ষিত জনগোষ্ঠীর মাধ্যমে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল ইকরাম পিরুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। 

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ প্রমুখ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদফতর ৭০ লাখ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ