রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:১৩, ১২ মার্চ ২০২৩

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধি দল

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করছেন যুক্তরাজ্যের চার সদস্যের প্রতিনিধিদল।

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিনিধিদলটি উখিয়ায় পৌঁছান বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।

এর আগে সকাল ৯টার দিকে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী আরটি হন এ্যানি ম্যারি ট্রেভেলিয়ানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

পরে সেখান থেকে প্রতিনিধিদলটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা দেয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাসের হাই কমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন, যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, মিয়ানমারের ঢাকাস্থ দূতাবাসের পরিচালক মো. বারীকুল ইসলাম।

এএসপি ফারুক আহমেদ বলেন, প্রতিনিধি দলটি ৮ নম্বর আশ্রয় শিবিরে পরিদর্শন ছাড়াও ১৮ নম্বর ও ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা আশ্রয় শিবিরে বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের কথা শুনেন।

পরিদর্শন শেষে তারা বিকালে বিমানে করে ঢাকায় ফেরেন বলে জানান এপিবিএন পুলিশের এএসপি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সফর সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

জনপ্রিয়