• রাঙামাটি

  •  শনিবার, মার্চ ২৫, ২০২৩

সারাদেশ

মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ-

 আপডেট: ১২:১৯, ১৫ মার্চ ২০২৩

মাদক মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজারে মাদক মামলায় হামিদ হোসেন নামে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হামিদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্পের কাছিমের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন: