রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেষ্ক:-

প্রকাশিত: ১৮:৪৫, ৪ এপ্রিল ২০১৯

অবৈধ ভবনের বিরুদ্ধে কুমিল্লা সিটি কর্পোরেশনের অভিযান

অবৈধ ভবনের বিরুদ্ধে কুমিল্লা সিটি কর্পোরেশনের অভিযান

কুমিল্লার ঠাকুরপাড়া, নজরুল অ্যাভিনিউ, দক্ষিণ চর্থায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে নির্মাণাধীন ৯টি ভবন সিলগালা করে দিয়েছে সিটি কর্পোরেশন। এ সময় ভবন মালিকদের ১৫ দিনের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দেয়া হয়েছে।

কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নকশা বহির্ভূত এবং নকশাবিহীন অবৈধ ভবন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভবন মালিকদের একাধিকবার চিঠি দেয়া হয়েছে। কিন্তু কেউ সাড়া দেননি। তাই কাউকে ছাড় না দিয়ে অভিযান চালানো হয়েছে। ১৫ দিনের মধ্যে জটিলতার সমাধান না করলে ভবন ভেঙে ফেলা হবে।

এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট জনি রায়সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়