রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:০৮, ২৭ মার্চ ২০২১

চিম্বুক পাহাড়ে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

চিম্বুক পাহাড়ে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

বান্দরবানের চিম্বুক পাহাড়ের রামরি পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে চিম্বুক পাহাড়ের রামরি পাড়ায় সেনাবাহিনী ও পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭ বান টিন ও ১ হাজার মিটার পানির পাইপ দেওয়া হয়।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের জি টু আই মেজর মুহাম্মদ এরশাদ উল্লাহ, ওয়াই জংশন আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শিহান মুনির, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লুকান ম্রোসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী জানায়, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যে কোনও আপদকালীন তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করে আসছে এবং ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ দুপুরে দুষ্কৃতীরা চিম্বুক পাহাড়ের রামরি পাড়ায় আগুন লাগিয়ে দেয়। এতে কয়েকটি ঘর পুড়ে যায় এবং সেইসঙ্গে দুর্গম পাহাড়ের ৪ হাজার ফুট নিচের ঝিরি থেকে থেকে সংগ্রহ করা পানির পাইপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সূত্রঃ সময় টিভি

আলোকিত রাঙামাটি