রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ০৯:২৭, ৭ জুন ২০২১

ঝড়ে উপড়ে পড়ল গাছ, বিধ্বস্ত দোকানে ক্রেতাদের ভিড়

ঝড়ে উপড়ে পড়ল গাছ, বিধ্বস্ত দোকানে ক্রেতাদের ভিড়

গাছ উপড়ে বিধ্বস্ত দোকানে ক্রেতাদের ভিড়


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড়ে গাছ উপড়ে দুটি দোকান ও পাঁচটি বসতবাড়ি বিধ্বস্থ হয়ে গেছে। প্রবল বৃষ্টির মধ্যে বিধ্বস্ত দোকানেই ছাতা মাথায় দিয়ে ভিড় করছেন ক্রেতারা।

রোববার সকালে মাটিরাঙ্গা থানা সড়ক সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার থেকেই মাটিরাঙ্গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটিরাঙ্গা থানার দেয়ালঘেষা একটি বিশাল আকাশী গাছ উপড়ে পড়ে। এতে পার্শ্ববর্তী দুটি দোকান ও পাঁচটি বাড়ি বিধ্বস্ত ও স্থানীয় কয়েকজন আহত হন।

 

গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান

 

সরেজমিনে দেখা গেছে, তুমুল বৃষ্টির মধ্যেই গাছ উপড়ে বিধ্বস্ত হওয়া দোকানে ছাতা মাথায় নিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছে স্থানীয়রা। পরে বৃষ্টি কমে গেলে প্রতিবেশীদের সহযোগিতায় বিধ্বস্ত বাড়িঘরের মালামাল সরিয়ে নেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ