রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২১:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২১

পর্যটকবাহী গাড়িতে জেএসএস সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ২ নারী আহত

পর্যটকবাহী গাড়িতে জেএসএস সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ২ নারী আহত
 আহত দুই দর্শনার্থী য়‌ইসিং‌নু মারমা ও মেহাইসিং মারমা। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

বান্দরবানের রুমা উপজেলা থেকে রাজস্থলীর পোয়াইতি মুখ পাড়া এলাকার সর্বমোট ১৯ জন সাধারণ দর্শনার্থী ভ্রমণ শেষে ফেরত আসার পথে রাঙামাটি-বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে পৌঁছালে জেএসএস (সন্তু)’র সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত ভাবে পর্যটকবাহী গাড়িকে লক্ষ্য করে ১৪০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে। এতে গাড়ির মধ্যে এলোপাথাড়ি গুলিতে য়‌ইসিং‌নু মারমা ও মেহাইসিং মারমা নামক দুইজন মহিলা আহত হয়েছে। পরে গাড়ি কিছুদূর এগিয়ে গিয়ে পর্যটকরা গাড়ি থেকে নেমে যে যার মতো বাঙ্গালহালিয়া বাজারে আশ্রয় গ্রহণ করে।

এদিকে, আহত মহিলাদেরকে উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে টহল প্রদান করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বেঁচে যাওয়া বাকি সাধারণ পর্যটকরা বাঙ্গালহালিয়া এলাকা হতে অন্য একটি গাড়ি রিজার্ভ করে রাজস্থলীর পোয়াতি মুখ গমন করবে বলে জানা গেছে। 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়