রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৫৩, ২১ নভেম্বর ২০২১

মাটিরাঙ্গায় ফার্মেসিতে নিয়মিত রোগী দেখতেন ভুয়া চিকিৎসক, জরিমানা

মাটিরাঙ্গায় ফার্মেসিতে নিয়মিত রোগী দেখতেন ভুয়া চিকিৎসক, জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো: জয়নাল আবেদীন নামে এক ভুয়া চিকিৎসক কে জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের মা মেডিকেল হল নামক ফার্মেসি থেকে এই ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।

জানা যায়, জয়নাল আবেদীন কুমিল্লা মেডিকেল সেন্টারে মেডিকেল সহকারী ও সহকারী সার্জন হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক তার বৈধ কোনো রেজিস্ট্রেশন না থাকায় এবং মেডিকেল সহকারী হয়েও নিজস্ব প্যাড ব্যবহার করে চিকিৎসা প্রদানের অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইনে জয়নাল আবেদীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নাল আবেদীন গত ২ মাস যাবত মাটিরাঙ্গা বাজারের মা মেডিকেল হল ফার্মেসিতে রোগী দেখে আসছেন। এছাড়াও তিনি নিজেকে ডিএমএ, বিএইচই স্বাস্থ্য (এমবিএ), বলে পরিচয় দিয়ে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করতেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়