রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৪৫, ৩ ডিসেম্বর ২০২১

খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে বীজ-সার পেলেন ১০৫০ কৃষক

খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে বীজ-সার পেলেন ১০৫০ কৃষক

খাগড়াছড়ির রামগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি ২০২১-২২ মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ও রাসায়নিক সার (ডিএপি, এমওপি) বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ১ হাজার ৫০ জন কৃষকের হাতে এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও সার তুলে দেন রামগড়ের ভারপ্রাপ্ত ইউএনও উম্মে হাবিবা মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: রাশেদ চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

আলোকিত রাঙামাটি