রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:০৮, ২৭ ডিসেম্বর ২০২১

‘শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক’

‘শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং- ফাইল ফটো


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি বিশেষভাবে আন্তরিক। আওয়ামী লীগ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে। মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার পার্বত্য এলাকায় সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

রোববার (২৬ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান সদরের করুণাপুর বনবিহারের লাইব্রেরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

৩০ লাখ টাকা ব্যয়ে করুণাপুর বনবিহারের লাইব্রেরি ভবনটি নির্মাণ করা হয়েছে।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন এলাকার মতো পার্বত্য এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ বিহারসহ সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্যের চাকা সচল করেছে এবং এ উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস ফরাজি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী সোমনাথ চৌধুরী, করুণাপুর বনবিহারের অধ্যক্ষ প্রিয় জগৎ ভিক্ষু, সভাপতি বিমল শান্তি চাকমা, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র চাকমা, সহ-সম্পাদক অরুণ বিকাশ চাকমা, পৌরসভার মহিলা কাউন্সিলর দিপিকা রানী তঞ্চঙ্গ্যা, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়