রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ২৩:২৫, ৩১ মার্চ ২০২১

খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র

দেশে ফের করোনা সংক্রমণ বাড়ায় দুই সপ্তাহের জন্য খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে এক ফেসবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ডিসি নিজেই।

তিনি জানান, খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিসাং ঝরনা, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, দেবতা পুকুর, হাতির মাথা সিঁড়িসহ সব পর্যটনকেন্দ্রের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, খাগড়াছড়িতে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন ঘুরতে আসেন। ফলে জেলায় করোনা রোগী বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। এ জেলার মানুষদের করোনা থেকে মুক্ত রাখতে এবং সবাইকে সচেতন করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ