খাগড়াছড়িতে পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, মায়ের আহাজারি
প্রকাশিত: ০৯:১৫, ১১ জুলাই ২০২১

ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পানিতে ডুবে শিশু দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাইসছড়ির জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। এক সঙ্গে দুই ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলো- জামতলা গ্রামের সুপায়ন চাকমার মেয়ে পরাণ গুলো চাকমা ও ছেলে চম্পক চাকমা।
জানা যায়, দুই ভাইবোন দুপুরে দাদার বাড়ি থেকে ফেরার পথে ডোবার পানিতে ডুবে যায়। বিকেলে খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মহালছড়ি থানার ওসি হারুন অর রশীদ পানিতে ডুবে ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আলোকিত রাঙামাটি
মন্তব্য করুন: