রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙামাটিঃ-

প্রকাশিত: ১৮:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

খাগড়াছড়ির রামগড়ে ১০ জনের মনোনয়ন ফরম জমা

খাগড়াছড়ির রামগড়ে ১০ জনের মনোনয়ন ফরম জমা

খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম উপজেলা নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার সকাল ১১ টায় রামগড় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিশ্ব প্রদীপ কুমার কারবারি নৌকা প্রতীক রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বিশ্বাস সুজন কুমার এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন, ইউপি চেয়ারম্যান মণীন্দ্র ত্রিপুরা, কাউন্সিলর বাদশা মিয়া, শামীম আহমেদ, আবুল বশর, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোহাম্মদ মোস্তফা ও আওয়ামী লীগ নেতা মোস্তফা হোসেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন নুরুল আলম, রফিকুল আলম কামাল, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের ও সাবেক জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মন পত্র জমা দিয়েছেন আনোয়ার ফারুক, কাজী মোহাম্মদ জিয়াউল হক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিউ সং চৌধুরী, মহিলা আওয়ামী লীগেরনেত্রী নাছিমা আহসান লিনা ও হাসিনা আক্তার।

রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বিশ্বাস বিশ্বাস সুজন কুমার বলেন, প্রার্থীরা পঞ্চম উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০ ফেব্রুয়ারি বাছাই ও ২৮শে ফেব্রুয়ারি প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে। ১৮ই মার্চ উৎসবমুখর পরিবেশে সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

১৮ই মার্চ দ্বিতীয় ধাপে রামগড় উপজেলা পরিষদ নির্বাচন হবে। ষোলটি কেন্দ্রে ৩৮ হাজার ৫’শ ৭০ ভোটার ভোটাধিকার প্রয়োগে প্রতিনিধি নির্বাচন করবেন।

আলোকিত রাঙামাটি