বান্দরবানে অন্তঃসত্ত্বা নারীকে ‘ধর্ষণ’: প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিত: ০৯:৫০, ৩ জানুয়ারি ২০২২

ছবি: সংগৃহীত
বান্দরবানের লামা উপজেলায় রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া থেকে সন্তানকে আটকে রেখে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গ্রেফতার করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব।
গণমাধ্যমে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টার দিকে লামা থানার রুপসীপাড়া ইউনিয়নের মাষ্টারপাড়া পাহাড়ের পাদদেশে জঙ্গলাকীর্ণ এলাকা থেকে ঘটনার মূল আসামি জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।
গত ২২ ডিসেম্বর রুপসীপাড়া ইউনিয়নে বৈদ্যভিটা এলাকায় দুই শিশু সন্তানকে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্ব স্ত্রীকে ধর্ষণ ও তার ঘরে লুটপাটের অভিযোগ ওঠে। পরদিন সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে লামা থানায় দুইজনের নাম উল্লেখ করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
আলোকিত রাঙামাটি
মন্তব্য করুন: