রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০৯:৫২, ২২ জুন ২০২২

আপডেট: ১০:০০, ২২ জুন ২০২২

বান্দরবানে রাবার শ্রমিককে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবানে রাবার শ্রমিককে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি
প্রতীকি ছবি 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে এক রাবার শ্রমিককে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা।

অপহত রাবার শ্রমিক যুবকের নাম মো. ইমরান (২২)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী ইউনিয়নের মৃত মো. হাশেমের ছেলে। তিনি স্থানীয় একটি রাবার বাগানের সুপারভাইজার। 

অপহৃত ইমরানের বড় ভাই মিজান জানান, বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগানে চাকরি করেন ইমরান। তিনি প্রায় সেখানে রাতযাপন করেন। সোমবার রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ইমরানকে রাবার বাগান সংলগ্ন ঝিরি থেকে অপহরণ করে গহীন বনের দিকে নিয়ে যায়। পরে ইমরানের মোবাইলে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে তার ভাইকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি জানান, সোমবার (২০ জুন) রাতে ইমরানকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তপণ দাবি করা হয়েছে মর্মে পরিবার থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ওই তরুণকে উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ