রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১১:০৮, ১২ জুলাই ২০২২

আপডেট: ১৮:৪৩, ১২ জুলাই ২০২২

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ’র মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত ১

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ’র মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত ১
নিহত জীবন ত্রিপুরার লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে ইউপিডিএফ। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির সীমান্তবর্তী ওল্টাছড়ি এলাকায় জেএসএস (সন্তু) লারমা দলের সাথে ইউপিডিএফ (প্রসীত) দলের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

আধা ঘণ্টাব্যাপী চলা এই যুদ্ধে ইউপিডিএফ (প্রসীত) দলের পোস্ট কালেক্টর জীবন ত্রিপুরা (২৬) নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউপিডিএফ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ইউপিডিএফ জানায়, কোন ধরনের উসকানি ছাড়াই জেএসএস (সন্তু)’র দলের সন্ত্রাসীরা অর্তকিত গুলিবর্ষণ শুরু করে। ইউপিডিএফ এই হত্যা কান্ডের তীব্র নিন্দা জানায়। এলাকাটি খুবই দূর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য এখনো ঘটনাস্থলে পৌঁছেনি।

এদিকে, নিহত ইউপিডিএফ সদস্য জীবন ত্রিপুরার মরদেহ মাইনি নদীর তীরে পরে থাকতে দেখে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অপরদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত জীবন ত্রিপুরার লাশ ইউপিডিএফ উদ্ধার করে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়