রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৫:৩৭, ৯ জানুয়ারি ২০২৩

নাইক্ষ্যংছড়িতে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ৩ জঙ্গি গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ৩ জঙ্গি গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার গহীন জঙ্গলে অভিযান চালায় সিটিটিসি। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন এই জঙ্গি সংগঠনের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন।

সিটিটিসি প্রধান জানান, গ্রেফতারকৃত তিনজনই হিজরতের নামে ঘর থেকে বের হন। পরে গোপন যোগাযোগের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে তারা সশস্ত্র প্রশিক্ষণের জন্য বান্দরবানের গহীন জঙ্গলে যান।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত বিষয়: