রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ০৯:৪৬, ১২ জানুয়ারি ২০২৩

আপডেট: ১০:৫৪, ১২ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’র কালেক্টর আটক

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ’র কালেক্টর আটক
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

খাগড়াছড়িতে অস্ত্র, গুলি ও চাঁদাবাজির টাকাসহ নবরত্ন ত্রিপুরা (৪৫) নামে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসীত) দলের এক কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া থেকে মহালছড়ির থালিপাড়া গ্রাম এর চন্দ্রবাসু ত্রিপুরার ছেলে নবরত্ন ত্রিপুরাকে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও চাঁদাবাজির টাকাসহ আটক করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ শিহাব উদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল থালিপাড়াতে অভিযান পরিচালনা করে। পরে আটক আসামীকে ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প কমান্ডার জানান।

ভাইবোন ছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।