রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৬:০৫, ৩১ জানুয়ারি ২০২৩

খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন-বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন

খাগড়াছড়িতে ভিক্ষুক পুনর্বাসন-বিকল্প কর্মসংস্থানের উদ্বোধন

খাগড়াছড়ি সদরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত খাগড়াছড়ি পৌরসভা কমিটির উদ্যোগে ৬নং ওয়ার্ডে শালবন এলাকার বাসিন্দা ভিক্ষুক রেজিয়া বেগমের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একটি সবজি ও মাছের দোকান উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রোকেয়া বেগম, শহর সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল আহসান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়