বান্দরবানের থানচির বলিবাজারে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান
নিজস্ব প্রতিবেদকঃ-
আপডেট: ১২:৩৭, ২২ মার্চ ২০২৩

বান্দরবানের থানচি উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার বলিবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে জামালের নীলগিরি গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন জ্বলতে দেখা যায়। হঠাৎ দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ফরেস্টারের দোকানের পর থেকে মসজিদ মার্কেট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩-৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
থানচি ফায়ার সার্ভিসের লিডার পেরার মোহাম্মদ বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি পরে জানা যাবে।
থানচি থানার ওসি এমদাদুল হক বলেন, অন্তত পক্ষে ৫০-৬০টি দোকান আগুনে পুড়ে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।
মন্তব্য করুন: