রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:২৩, ২৪ মার্চ ২০২৩

আপডেট: ১০:২৪, ২৪ মার্চ ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সাড়ে ১৩ হাজার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সাড়ে ১৩ হাজার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজ নুসরাত ফাতেমা চৌধুরী এ আদালত পরিচালনা করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান তার সাথে ছিলেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সদরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পবিত্র রমজান মাস উপলক্ষে অযথা দাম না বাড়াতে সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজ নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, জনস্বার্থে এ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: