রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৫৫, ২৫ মার্চ ২০২৩

আপডেট: ০৯:৫৬, ২৫ মার্চ ২০২৩

বান্দরবানে অপহৃত সার্জেন্ট আনোয়ার হোসেনের মুক্তির দাবীতে পিসিএনপি’র মানববন্ধন

বান্দরবানে অপহৃত সার্জেন্ট আনোয়ার হোসেনের মুক্তির দাবীতে পিসিএনপি’র মানববন্ধন

বান্দরবানের রুমা উপজেলায় সীমান্ত সড়কের নির্মাণে নিয়োজিত (২৬ ইসিবি)’র অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনকে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক অপহরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা শাখা।

গত শুক্রবার (২৪ মার্চ) বিকেলে বান্দরবান শহরস্থ বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিসিএনপি’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিএনপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল রানা, বান্দরবান পৌর সেক্রেটারি এরশাদ চৌধুরী, ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, সিনিয়র সহ সভাপতি জমির উদ্দিন সোহান, সাধারন সম্পাদক হাবিব আল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অবৈধ অস্ত্র দিয়ে  প্রতিনিয়ত অপহরণ, গুম, খুন করে সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। পার্বত্য এলাকায় প্রশাসন-সাধারণ মানুষ কেউ ভালো নেই, কাজেই এই অঞ্চলে পাহাড়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা খুবই জরুরি হয়ে পড়েছে।

বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক অপহরনকৃত সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দিতে হবে। অন্যথায় পিসিএনপি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়