রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:১৮, ৪ এপ্রিল ২০২৩

আপডেট: ২০:২২, ৪ এপ্রিল ২০২৩

খাগড়াছড়িতে পাহাড়ি দুই সন্ত্রাসী দলের গোলাগুলিতে নিহত ১

খাগড়াছড়িতে পাহাড়ি দুই সন্ত্রাসী দলের গোলাগুলিতে নিহত ১
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসীত) আঞ্চলিক সশস্ত্র দুই দলের মধ্যে গুলিবিনিময়ে ১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের পুকুরঘাট এলাকার কার্বারী টিলায় দু'পক্ষের গুলিবিনিময় হয়।

সূত্রে জানা যায়, গুলিবিনিময়ের ঘটনাস্থলেই ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ত্রিদিব চাকমা (৪২) নামে একজন নিহত হয়। নিহত ত্রিদিব চাকমা দীঘিনালা উপজেলার কবাখালি ইউপির কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমা’র ছেলে।

এদিকে, দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ত্রিদিব চাকমা নিহতের ঘটনা স্বীকার করেছে ইউপিডিএফ। কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী জানান, ‘গুলিবিনিময় ঘটনার কথা শুনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে কোন লাশ পায়নি। তিনি আরো জানান, কেউ অভিযোগ দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।’

সম্পর্কিত বিষয়: