রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৬:৫২, ১৮ মে ২০২৩

বান্দরবানে অস্ত্র মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড

বান্দরবানে অস্ত্র মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড

বান্দরবানে অস্ত্র মামলায় দুইজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইঁয়া এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আমান উল্লাহ ও নুর আহম্মদ। তাদের বাড়ি কক্সবাজার সদর এলাকায়।

জানা গেছে, ২০০৫ সালের ছয় জুন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজ এলাকা থেকে অস্ত্র গুলিসহ ২ আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এ সময় তাদের থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড গুলি, ১টি এলজি রাইফেল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করিম জানান, সাক্ষ্য প্রমাণে আনিত অস্ত্র মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আমান উল্লাহ ও নুর আহম্মদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিরা পলাতক থাকায় গ্রেফতার পরবর্তী সময় থেকে আদেশ কার্যকর হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়