রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২১:৪১, ২৫ মে ২০২৩

বান্দরবান এপিবিএনে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রথম সরাসরি ইন্টারনেট সংযোগ 

বান্দরবান এপিবিএনে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রথম সরাসরি ইন্টারনেট সংযোগ 

বান্দরবান এপিবিএন ২ মেঘলা, রিয়ার হেডকোয়ার্টারে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সরাসরি ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। যা পার্বত্য এলাকায় এই প্রথম। এপিবিএন ২ সদর দপ্তর ময়মনসিংহ, কমান্ডিং অফিসারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায় সাইবার ক্রাইম সেলের অনলাইন অপরাধ প্রতিরোধ, তথ্য উপাত্ত সংগ্রহ, সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ, যোগাযোগ স্থাপন ও টহল কার্যক্রমকে গতিশীল করবে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।

এদিকে, এপিবিএন ২ এর অভিযানে ৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার বাঁশখালী, চট্টগ্রামের মোরশেদ আলম, ফাহমিদা সুলতানা, মোঃ এরফানুল হক ও সুবীর দত্ত।


চট্টগ্রামের চান্দগাঁওয়ে জিডির পরিপ্রেক্ষিতে ২ এপিবিএন, সাইবার এনালাইসিস ব্রাঞ্চ ভিকটিমের দেওয়া জিডির কপি সংগ্রহ করে এপিবিএন এইচসিওর এলআইসি শাখার সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। গত বুধবার (২৪ মে) এপিবিএন ২ এর কমান্ডারের উপস্থিতিতে ৪টি ফোন তার মালিকের কাছে হস্তান্তর করে।