রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৪:৪৫, ৩০ জুলাই ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধস

কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলে বিদ্যুতের কয়েকটি পিলার উপড়ে পড়েছে।

শুক্রবার (৩০ জুলাই) ভোরে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, পাহাড় ধসের ফলে মোট ৫টি বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। যার মধ্যে তিনটি পুরোপুটি ভেঙে গেছে। পাহাড়ের মাটি ধসে একটি গাছ রাস্তার উপর  পড়েছে এবং পাহাড়ের মাটি পড়ে রাস্তা ভরে গেছে। 

তিনি আরো বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে সড়ক থেকে মাটি ও গাছ সরানো হচ্ছে। আজকের মধ্যে আশা করি রাস্তা স্বাভাবিক হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়