রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১২, ১৭ সেপ্টেম্বর ২০২১

অ্যাসাইনমেন্ট জমা দিতে ফি লাগবে না: শিক্ষামন্ত্রী

অ্যাসাইনমেন্ট জমা দিতে ফি লাগবে না: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি- ফাইল ছবি


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সঙ্গে স্কুলের বেতনের কোনো সম্পর্কে নেই। অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব ফি আছে, সেগুলো পরিশোধ করেনি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায় এবং তা পরিশোদে কিস্তি বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।

তিনি বলেন, যাদের সামর্থ আছে তারা বিদ্যালয়ের ফি পরিশোধ করবে। এই ফি এর সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।

এ সময়ে চাঁদপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি