কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী
কাপ্তাই প্রতিনিধিঃ-
আপডেট: ১৬:০৬, ১৭ মার্চ ২০২৩

কাপ্তাইয়ে সুইডিশিয়ান প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনর্মিলনী উপলক্ষে আনন্দ শোভাযাত্রার একাংশ।
কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে সুইডিশিয়ান পুনর্মিলনী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায়।
এ উপলক্ষে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের প্রধান ফটক প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীরা এক আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, সুইডিশ ছাত্রছাত্রী পরিষদ, চট্টগ্রামের প্রাক্তন সভাপতি প্রকৌশলী আহম্মদ কামাল চৌধুরী।
শোভাযাত্রাটি লগগেইট হয়ে সুইডিশ মাঠে সমাবেশ স্থলে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ মূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার।
পুনর্মিলনীতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
মন্তব্য করুন: