রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৪৮, ২৫ মে ২০২৩

সব প্রাথমিক বিদ্যালয়কে নামের আগে ‘সরকারি’ লেখার আদেশ

সব প্রাথমিক বিদ্যালয়কে নামের আগে ‘সরকারি’ লেখার আদেশ
ফাইল ছবি

নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে ‘রেজিঃবে/কমিউনিটি/বেসরকারি’ শব্দ বিলুপ্ত ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে এসব শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ প্রতিস্থাপন করার আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় (অধিগ্রহণ আইন) ১৯৭৪ এর ৩(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্মারককে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়।

সরকারি আদেশে সরকারি নিয়ন্ত্রণে নেয়া বিদ্যালয়গুলোর নামের সঙ্গে সংযুক্ত রেজিঃ বেঃ/কমিউনিটি/বেসরকারি শব্দগুলোর পরিবর্তে  ‘সরকারি’  শব্দ প্রতিস্থাপিত হবে এবং যেসব বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে 'প্রাথমিক বিদ্যালয়' শব্দগুলোর আগে 'সরকারি' শব্দ সংযোজিত হবে।

মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয়