রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

প্রকাশিত: ১১:১৬, ১৪ নভেম্বর ২০২১

বানান ভুল হওয়ায় বাদ পড়ল মোশাররফ করিমের সিনেমা!

বানান ভুল হওয়ায় বাদ পড়ল মোশাররফ করিমের সিনেমা!

ছবি: সংগৃহীত


ভারতীয় অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ব্রাত্য বসু। প্রায় এক দশক পর তিনি নির্মাণ করেছেন ‘ডিকশনারি’ সিনেমা। আর এতে অভিনয় করেছেন দেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। কিন্তু পরিচালকের নামের বানান ভুল হওয়ায় সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সিনেমাটি বাদ পড়েছে।

বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন ব্রাত্য বসু। গত নির্বাচন ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপির দা-কুমড়ো সম্পর্ক তৈরি হয়। ফলে অনেকে মনে করছেন, রাজনৈতিক কোপ পড়েছে সিনেমাটির ওপর। পরিচালক নিজেও এমন দাবি করেছেন।  

ব্রাত্য বসুর অভিযোগ, সিনেমা বাদ যাওয়ার পেছনে রয়েছে রাজনীতি ও বিজেপি। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন তিনি। বলেছেন, ‘চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিল বাংলার মোট ৫টি ছবি। সেই তালিকায় ‘ডিকশনারি’ও ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইমেইল পাঠিয়ে জানানো হয়েছে, পরিচালকের নামের বানান ভুল। পোস্টারে ব্রাত্য বানানে ‘বি’র জায়গায় ‘ডি’ ছিল। এ একটি কারণেই উৎসব থেকে বাদ পড়েছে সিনেমা!’

তিনি আরো বলেন, ‘দেশের মোট ২৪টি সিনেমা দেখানোর কথা ছিল। তা থেকে মাত্র একটিই বাদ পড়েছে- ডিকশনারি। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কি?’

গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পায় কলকাতায় মোশাররফ করিম অভিনীত প্রথম সিনেমা ‘ডিকশনারি’। এ সিনেমায় আরো অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, পৌলমি বসু ও চিত্রনায়িকা নুসরাত জাহানসহ অনেকে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়