রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বিনোদন ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:১১, ১৬ জুলাই ২০২২

হাশিম মাহমুদের ভাইরাল ‘হাওয়া’ ছবির গান

হাশিম মাহমুদের ভাইরাল ‘হাওয়া’ ছবির গান
হাশিম মাহমুদ এবং হাওয়া সিনেমার টিজার

হাশিম মাহমুদকে খুব ভালো করেই চেনেন যারা নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যাতায়াত করেন। তার গানও শুনেছেন অনেকে। তিনি নিজেই গান লেখেন, সুর করেন। সাবলীল, সহজ আর প্রেমময় গানগুলো তার খুবই জনপ্রিয় ঢাবির শিক্ষার্থিদের কাছে।

‘তোমায় আমি পাইতে পারি বাজি’ শিরোনামের একটি গান দিয়ে তিনি রাতারাতি পরিচিত পান ফেসবুক-ইউটিউবে। সেই গান ছড়িয়ে পড়েছিল সর্বত্র। প্রশংসা পেয়েছে নানা বয়স ও শ্রেণি-পেশার শ্রোতাদের কাছে।

হাশিম মাহমুদের গান আবারও ভাইরাল। রীতিমতো এটি ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়। এবারের গানটি অবশ্য ভাইরাল হয়েছে এরফান মৃধা শিবলুর কণ্ঠে। এর কথা ও সুর করেছেন হাশিম মাহমুদ। আর গানটি ব্যবহৃত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায়।

‘হাওয়া’ প্রেক্ষাগৃহে আসবে ২৯ জুলাই। আর গেল ৭ জুলাই অন্তর্জালে এসেছে ‘সাদা সাদা কালা কালা’ গানটি। সেই গানের সঙ্গে অর্গানিক সব বাদ্য বাজনা ও নাচ মুগ্ধ করেছে শ্রোতা ও দর্শকদের। ফেসবুক ও ইউটিউবে গানের লিংকের নিচের মন্তব্যগুলো সেই প্রমাণই দিচ্ছে। প্রায় সবাই দাবি করছেন, এই গানটি সুপারহিট হবে। এই গান জয় করে নেবে সকল শ্রেণি পেশার শ্রোতা ও দর্শকের হৃদয়।

গানটি ‘হাওয়া’য় ব্যবহার প্রসঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, ‘চারুকলায় পড়ার সময় থেকেই হাশিম ভাইয়ের সঙ্গে পরিচয়। কত বিকেল পার করেছি হাশিম ভাইয়ের গানে। যখন এই সিনেমার কাজটা শুরু করি, তখনই ঠিক করেছিলাম গানটা সিনেমায় রাখব। কিন্তু হাশিম ভাইকে পাচ্ছিলাম না, তিনি এখন আর চারুকলায় আসেন না।

পরে টানা চার মাস খোঁজ নিয়ে জানলাম তিনি অসুস্থ, থাকেন নারায়ণগঞ্জে। গানের অনুমতিও পেলাম, কিন্তু অসুস্থতার কারণে তাঁকে দিয়ে গাওয়ানো হলো না, সেটা হলে আরও ভালো লাগত।’

সুমন আরও জানিয়েছেন, ‘সাদা সাদা কালা কালা’ গানে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার কাঠ, বাঁশ, হাঁড়ি-পাতিল দিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী, আর এই অ-যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা।

গানটির স্রষ্টা হাশিম এখন সিজোফ্রেনিক রোগী। সিনেমা মুক্তির পরে হাশিম মাহমুদকে ঢাকা নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন মেজবাউর রহমান সুমন।

‘হাওয়া’ সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

জনপ্রিয়