রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

বিনোদন ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৩৯, ২৬ জুলাই ২০২২

প্রথম দিনেই ২৪ হলে ‘হাওয়া’

প্রথম দিনেই ২৪ হলে ‘হাওয়া’
সিনেমা ‘হাওয়া’

পরিচালক মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সিনেমাটি। আগামী ২৯ জুলাই ২৪ হলে মুক্তি পাচ্ছে এইটি। এইরই মধ্যে সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি ছড়িয়েছে দেশজুড়ে।

সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গানের মাধ্যমে দর্শকের মনে বিপুল উন্মাদনা তৈরি হওয়ার অনুভূতি জানাতে গিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন ডেইলি বাংলাদেশকে বলেন, এইটা তো অনেক ভালো লাগার বিষয়। পোস্টার, ট্রেলার ও গানের মাধ্যমে দর্শক সিনেমার প্রতি আগ্রহী হচ্ছে নির্মাতা হিসেবে অনেক আনন্দের।’

প্রথম দিকে ‘হাওয়া’ ২৪টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার কারণ জানাতে গিয়ে এই তরুণ নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমাটি সমুদ্রের। এর সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। প্রথমতো আমাদেরে দেশের বেশির ভাগ হলের অবস্থা অতটা ভালো না। সিনেমা দেখার পরিবেশ সকল হলেও নেই। বলা যায় সেই হিসেবে আমাদের দেশে হল-ই নেই।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত আমরা শুরু করছি ২৪টি হল দিয়ে। যখন সকলে ছবিটি দেখবে তখন আস্তে আস্তে হলের সংখ্যা বাড়াবো।’ 

‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ।

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।