রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

ইভা

প্রকাশিত: ১১:১৩, ১০ নভেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

শীর্ষ ধনী মুরগি

শীর্ষ ধনী মুরগি

ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বস প্রতিবছরই শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। কিন্তু ধনীদের তালিকায় পশুপাখিও থাকতে পারে। যুক্তরাজ্যের দ্রব্যমূল্য তুলনাকারী ব্যবসাবিষয়ক ওয়েবসাইট কম্পেয়ার দ্য মার্কেট বিশ্বের সেরা ধনী পোষা পশুপাখির তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, যুক্তরাজ্যের একটি মুরগি দেড় কোটি মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদের মালিক।

যুক্তরাজ্যের ধনাঢ্য প্রকাশক মাইলস ব্ল্যাকওয়েল তাঁর প্রিয় মুরগি গিগোকে মৃত্যুর আগে দেড় কোটি ডলার লিখে দিয়ে যান। ২০১১ সালে এই প্রকাশক মারা যান। প্রিয় মুরগিটি যাতে ভালো থাকে, সে জন্যই তাঁর ওই সিদ্ধান্ত। ব্ল্যাকওয়েলের পারিবারিক খামারেই দিন কাটছে গিগোর।

ধনী পশুপাখির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রাম্পি ক্যাট নামের একটি বিড়াল। এটির সম্পদের পরিমাণ কোটি ৯৫ লাখ ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে অলিভিয়ান বেনসন নামের আরেকটি বিড়াল, যেটি কোটি ৭০ লাখ ডলারের মালিক। মার্কিন সংবাদমাধ্যম ব্যক্তিত্ব অভিনেত্রী অপরাহ উইনফ্রের পোষা কুকুর স্যাডি, সানি, লরেন, লায়লা লিউক তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে। অপরাহ এগুলোকে কোটি ডলার দান করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

গিগো ধনী পশুপাখির তালিকার পঞ্চম স্থানে। বিশ্বের শীর্ষ ধনী পোষা প্রাণীটি হলো চতুর্থ গুন্থার। কুকুরটির সম্পদের পরিমাণ ৩৭ কোটি ৫০ লাখ ডলার। জার্মান শেফার্ডটি তার বাবা তৃতীয় গুন্থারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ওই সম্পদ পেয়েছে। আর তৃতীয় গুন্থারকে ওই পরিমাণ সম্পদ দান করে গিয়েছিলেন জার্মান কাউন্টেস কারলোতা লেইবেনস্টেইন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়