রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩০, ২৯ মে ২০২৩

প্রেসিডেন্ট হওয়ায় এরদোগানকে বিশ্ব নেতাদের অভিনন্দন

প্রেসিডেন্ট হওয়ায় এরদোগানকে বিশ্ব নেতাদের অভিনন্দন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান

গতকাল তুরস্কে ছিল প্রেসিডেন্ট নির্বাচন। দেশটিতে টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হলেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। আবারো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানালেন বিশ্ব নেতারা।

এরদোগানের বিজয় উদযাপনে রাজধানী আঙ্কারাসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। বিদেশি নেতারাও জয়ের খবরে এরদোয়ানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ইচ্ছে পোষণ করেছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ এরদোগানের জয়কে তুরস্কের বিজয় বলে আখ্যা দিয়েছেন। 

এরদোয়ানের বিজয়কে অবিসংবাদিত উল্লেখ করে তাকে স্বাগত জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান। ফিলিস্তিন, আজারবাইজান ও সার্বিয়ার রাষ্ট্র নেতারাও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তুরস্কের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশের বিজয় ঘটেছে। এর ফলে আগামীতে আরো এগিয়ে যাবে তুরস্ক।

সূত্র: আল-জাজিরা

জনপ্রিয়