রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

স্বাস্থ্য ডেস্কঃ-

প্রকাশিত: ১১:২২, ৭ সেপ্টেম্বর ২০২২

করলা খাওয়ার পরে ভুলেও খাবেন না এইসব খাবার! সুস্থ থাকতে জরুরি কিছু টিপস

করলা খাওয়ার পরে ভুলেও খাবেন না এইসব খাবার! সুস্থ থাকতে জরুরি কিছু টিপস
ফাইল ছবি

করলা ভেজে অথবা চচ্চড়িতে দিয়ে খেতে মন্দ লাগে না। এর স্বাদ তেতো হলেও এর পুষ্টিগুণ অনেক। বিশেষজ্ঞরা বলছেন, করলাতে রয়েছে অ্যান্টি ভাইরাল, অ্যান্টি বায়োটিক গুণ।

এছাড়াও ভিটামিন বি, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে করলায়। তবে করলা খাওয়ার পরই কয়েকটি খাবার খেলে তা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়। দেখে নেয়া যাক এমন খাবার নিয়ে কিছু জরুরি তথ্য।

করলায় বহু ধরনের গুণ থাকা সত্ত্বেও তার সঙ্গে যদি বিশেষ কয়েকটি জিনিস খান, তাহলে তা শরীরে অসুস্থতা তৈরি করতে পারে। করলা খাওয়ার পর যে খাবারগুলো খাওয়া ঠিক নয়, চলুন জানা যাক।

>> করলা খাওয়ার পর ভুলেও দুধ খাবেন না। বিশেষজ্ঞরা বলছেন, এমনটা করলে পেটে সমস্যা তৈরি হয়। এতে পেট খারাপ বা পেটের যন্ত্রণার মতো সমস্যা দেখা যায়।

>> করলার কোনো তরকারি বা করলা ভাজা খাওয়ার পর মুলার কোনো তরকারি খাবেন না। এতে অ্যাসিটিডি আর গলা জ্বালার সমস্যা হতে পারে।

>>  করলা খাওয়ার পর দই খাবেন না। করলা খাওয়ার পর পরই বা করলার সঙ্গে দই খাওয়া ঠিক নয় বলে মত- বহু বিশেষজ্ঞের।

>> করলা খাওয়ার পর ঢ্যাঁড়স খাওয়া ঠিক নয়। বলা হয়, এতে হজমের সমস্যা হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পথে এগোনো উচিত।

>> করলা খাওয়ার পর আম খাওয়া ঠিক নয়। এতে অ্যাসিডিটি, গলা জ্বালা, বুক জ্বালার সমস্যা হয়।

উল্লেখ্য, খাওয়ার নিয়ম মানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ জরুরি। শারীরিক অবস্থা জেনে বিশেষজ্ঞরা সঠিক পরামর্শ দিতে পারেন।

জনপ্রিয়