রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

কাজী আরিফ

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ জুলাই ২০২১

কবিতা।। আমরা আবার কবে মুক্ত হবো?

কবিতা।। আমরা আবার কবে মুক্ত হবো?

মৃত্যুগন্ধী করোনায় আজ বড় বিধ্বস্ত পৃথিবী

সামাজিক দূরত্বে থেকে যাচ্ছে মানবতা
পথের পরে জীবন কাৎরাচ্ছে! 
পায়ের কাছে সূর্য ডুবছে 
পায়ের কাছে কান্নার ঢেউ ভাঙছে
তরঙ্গে তরঙ্গে মৃত্যুর নৈকট্য দেখছি।

বিচূর্ণ হয়ে যাচ্ছে সভ্যতা
দূরাগত স্বপ্নের গায়ে সিলমোহর লেগে যাচ্ছে
কালের জঞ্জাল সরাচ্ছি ভীষণ অপরগতায়
পরাশক্তির মত চোখ রাঙাচ্ছে অনুজীবী ভাইরাস!

অথচ বাইরে চাঁদ ডাকছে
অরন্যপথের মায়া হাতছানি দিচ্ছে
নির্জন ঝর্না পাশে বসিয়ে গল্প করতে চাইছে
কিন্ত জনপদ সব কোয়ারেন্টাইনের খাঁচায় বন্দি।

জীবনে সময়ের অপচয় হচ্ছে খুউব
হাতের তালুর মধ্যে দিয়ে সটকে পড়ছে প্রেমপ্রনয়ের মহাকাল

আচ্ছা, আমরা আবার কবে মুক্ত হবো??

আলোকিত রাঙামাটি