রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২২

বসন্ত এলো বলে

বসন্ত এলো বলে

এই তো কদিন আগেই
গাছগুলো সব 
হলুদ জীর্ণ পাতা ঝরিয়ে
ছাল-বাকলহীন এক
কঙ্কালসার অস্তিত্ব নিয়ে
জানিয়ে দিয়েছিল 
এক শুভবার্তা
সময়ের আবর্তে তাদের নাকি 
নবায়নের সময় এসে গেছে
যদিও তাদেরকে আজ 
একেবারেই নিরাভরণ দেখাচ্ছে
এটা নিতান্তই সাময়িক 
কেননা বসন্ত এলেই 
তারা ফিরে পাবে 
নতুন সবুজ পত্র-পল্লব
তখনই প্রকৃতিকে তারা আবার
সাজাবে নবীন সাজে
ফুটবে ফুল ডালে ডালে
আগুন ধরে যাবে পলাশে শিমুলে
বিচিত্র রংয়ের ফুলের বাহারে 
চারপাশ যাবে ভরে
বইবে শিহরণ জাগানো 
সুগন্ধি বাতাস
কৃষ্ণচূড়া-রাধাচূড়ার ডাল থেকে
ভেসে আসা
কোকিলের সুরেলা ডাকে 
সাড়া দিতে
বাসন্তী শাড়ি পরে 
দলবেঁধে বেরিয়ে আসবে
সম্মোহিত প্রেমিকা 
প্রেমিকের যৎসামান্য ইশারায়
এমন মাদকতায় টালমাটাল দিনে
সত‍্যি কি ঘরে থাকা যায়
তাই সব নবীন প্রেমিক রয়েছে
অধীর প্রতীক্ষায়
ভাসবে তারা ফাগুনের 
উদাসী হাওয়ায়
তাদের মন আজ উঠেছে দুলে
অচেনা হলেও উষ্ণ সুরের তালে
বসন্ত যে এলো বলে!