জুরাছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ
জুরাছড়ি প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৩:৪১, ১১ ডিসেম্বর ২০২২

জুরাছড়ি উপজেলায় দুস্থ ও গরিব অসহায় কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে এসব মেশিন তুলে দেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এতে নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ২শ’ পরিবারের মাঝে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বর্তমান উপজেলা পরিষদ প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন: